earn 10$ every day .

earn money here!

Sunday, September 15, 2013

Android and PC tips.


পিসি স্যুইট সফটওয়্যার ছাড়াই ব্লু টুথ দিয়ে আপনার মোবাইলকে মডেম বানিয়ে ফেলুন !

কেমন আছেন ? আমরা মোবাইল দিয়ে মডেম বানাতে চাইলে পিসি স্যুইট সফটওয়্যার দরকার হয়, আজ দেখাবো কিভাবে পিসি স্যুইট সফটওয়্যার ছাড়াই মোবাইল দিয়ে কম্পিউটার বা ল্যাপটপ এর মডেম বানাবো ।
মডেম বানাতে যা যা লাগবে>>
* ইন্টারনেট সাপোর্ট মোবাইল
* ব্লু টুথ ডিভাইস ( কম্পিউটার এর ক্ষেত্রে বা ল্যাপটপ এ না থাকলে )
কোথায় পাবেন ব্লু টুথ ডিভাইস? যে কোন কম্পিউটারের দোকানে দাম মাত্র ১৫০/২০০ টাকা নিতে পারে ।
প্রথমে ব্লু টুথ ডিভাইস পিসিতে লাগিয়ে নিন তারপর আপনার কম্পিউটারের ব্লু টুথ আইকন এ ক্লিক করে Add A Device ক্লিক করুন ।
a
এবার ব্লু টুথ আপনার মোবাইলটি সার্চ খুঁজে বের করবে , সিলেক্ট করে Next ক্লিক করলে একটা পাস কোড আসবে পাস কোড মোবাইলে দিয়ে পেয়ার করে নিন ।
b
Blue add device
আবার ব্লু টুথ আইকনে রাইট ক্লিক করে join a Personal Network এ ক্লিক করুন নিচের চিত্রের মত ।
c
Blue join Network
এখন আপনার পেয়ার করা ডিভাইস গুলো শো করবে, আপনি যে মোবাইল টি মডেম হিসেবে ব্যবহার করতে চান সেটি সিলেক্ট করুন ।
d
সিলেক্ট করার পর Connect Using> Access Point অপশন আসবে Access Point এ ক্লিক করুন ।
e
ব্যস দেখুন নিচের চিত্রে connect হয়ে গেছে ।
f
এবার আপনার ব্রাউজার ওপেন করে ইন্টারনেট ব্যবহার করা শুরু করে দিন ।
ভালো থাকুন

অসাধারণ একটি লাইভ ওয়ালপেপার আপনার PC র জন্য

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই খুব ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি অসাধারণ লাইভ ওয়ালপেপার শেয়ার করছি, নাম ওয়াটারি ডেক্সটপ থ্রিডি। এটি অত্যন্ত চমৎকার একটি সফটওয়্যার, যা আপনার PC তে দেয়া কুৎসিত ওএস উইন্ডোজ এক্সপি কেও প্রাণবন্ত করে তুলতে সক্ষম!!
আমরা অনেক স্মার্টফোন বিশেষ করে অ্যান্ডরইড এর অনেক লাইভ ওয়ালপেপার দেখি। তো আমাদের পিসি তো স্মারটফোনের থেকেও বুদ্ধিমান , তো পিসি তে কেন লাভ ওয়ালপেপার ব্যবহার করবেন না? আসল কথা অনেকেই আমরা এটি সম্পরকে জানি না। জাই হক এবার কাজের কথায় আসি, এই সফট টি(watery desktop 3D) আসলে টাকা দিয়ে কিনতে হয় full version এর জন্য , তাই কিনে নিন। হি হি !! আমি মজা করছিলাম, আসলে আমি আপনাদের এর Serial Number দিচ্ছি। তো ফ্রী তেই ফুল ভারসন ব্যবহার করুন।। মাত্র 1.16MB!!!
ডাউনলোড বা
ডাউনলোড
সিরিয়াল -DFMEJ-ICJOK-FCCKH-PCOAK

এন্ড্রয়েডে প্যাটার্ণ লক ভূলে গেছেন? ৩টি সমাধান!!!

সমাধান-১ : এ কাজের জন্যে অবশ্যই সেটের ইন্টারনেট কানেকশন এক্টিভেটেড থাকতে হবে
*প্যটার্ণটি অনুমাণ করে অন্তত: ৫বার ইনপুট করুণ। এরপর একটি অপশন আসবে, “Forgot Pattern”? এটাতে ট্যাপ করুণ।
*ট্যাপ করার পর আপনার গুগল একাউন্ট অর্থাৎ জি-মেইল আই.ডি এবং পাসওয়ার্ড চাইবে। ঠিকঠিক মতো ইনপুট করুণ।
*সফলভাবে জি-মেইল আই.ডিতে লগইন করাশেষে আপনাকে নতুন প্যটার্ণ লক দিতে বলা হবে। নতুন প্যটার্ণ একটিভ করুণ এবং এবারে অবশ্যই সহজে মনে থাকে এমন কোন প্যাটার্ণ ড্র করুণ।
সমাধান-২: ইন্টারনেট কাণেকশন প্রয়োজন নেই
বার বার ভুল প্যাটার্ণ ড্র করার ফলে অনেক সময় ছোট বাচ্চা অথবা বন্ধুদের কারণেও ডিভাইস লকড হয়ে যেতে পারে। এ সময়ে ডিভাসে ফ্যাক্টরী রিষ্টোর করা ছাড়া গত্যন্তর থাকে না। এসময় হাতে ফ্যক্টরী রিষ্টোর করতে হয়। জেনে নিন কিভাবে সিষ্টেম হার্ড রিসেট করবেন
*প্রথমে নিশ্চিত হয়ে নিন যে আপনার ডিভাইসে পর্যাপ্ত চার্জ মজুত আছে, যাতে প্রসেসটি চলাকালীন সেট বন্ধ হয়ে না যায়।
*ডিভাইস বন্ধ করুণ এবং চালু করার সময় Volume up & Down+power button একসাথে প্রেস করে সেট অন করুণ। এটা আপনাকে রিকোভারী মুডে নিয়ে যাবে
রিকোভারী মুডে যাওয়ার জন্যে এটা ছাড়াও বিভিন্ন কোম্পানীর সেটে আরো কিছু কম্বিনেশন কাজ করতে পারে সেগুলো হলো:
১।Volume Down + Volume Up + Power button.
২।Volume Down + Power button.
৩।Volume Up + Power button.
৪।Volume Up + Home + Power button.
৫।Volume Up + Camera button.
৬।Home + Camera button.
৭।Home + Power button
আমি নিশ্চিত উপরের ৭টির যেকোন একটি কম্বিনেশন কাজ করবেই:
কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার পর রিকোভারী মুড এ যাবেন
* “Wipe Data / Factory Reset” সিলেক্ট করুণ, এক্ষেত্রে ভলিউম আপ ডাউন কি দিয়ে সিলেকশনের কাজ করতে হবে।
a
*এর পর নো এবং ‘ইয়েস’ এর মধ্য থেকে ‘ইয়েস’ সিলেক্ট করুণ। সিলেক্ট করার জন্যে ব্র্যান্ডভেদে পাওয়ার বাটন/হোম বাটন কাজ করতে পারে
c
*সবশেষে সেট রিবুট করুণ, এবং কিছুক্ষন অপেক্ষা করুণ।
আজকের আমি কোনো সফট নিয়ে আসিনি … এসেছি লুকোনো কোড নিয়ে যা আপনার এন্দ্রয়েড স্মার্ট ফোন টিতে কখন লেগে যায় , তা কি বলা যায় ?
যাই হোক তাহলে শুরু করি … ভুল হলে ক্ষমা করবেন

সমাধান-৩ :lock স্ক্রিন এ থাকা Emargency Call বাটন এ ক্লিক করুন এবং নিচের কোড টি টাইপ করুন , এতে আপনার মোবাইল এর ফেক্টরী রিসেট হবে এবং আপনার সিস্টেম আবার ইনস্টল করবে , তার মানে আপনার মোবাইল একেবারে প্রথম রূপে চলে যাবে , সব ডাটা চলে যাবে, কি আর করার ? ফোন তো আনলক করতে হবে নাকি ?
কোড টি হলো >
*2767*3855#
[ এই কোড দেবার আগে বার বার ভাবুন, কারণ এই কোড প্রেস করার পর কোনো confirmation চাবে না ]
এর পর কল বাটন এ প্রেস করুন, আপনার মোবাইল একবার / দুইবার রিস্টার্ট হতে পারে | কিছুক্ষণ পর দেখুন আপনার মোবাইল সেটিংস এর কিছু সেটিংস কনফিগার করতে হবে , যেমন – ভাষা ঠিক করা, মেইল + পাস ঠিক করা .. ইত্যাদি ইত্যাদি …
আরেকটি কোড আছে যেটি আপনার বর্তমান সিস্টেম ঠিক রেখে এবং SD কার্ড এর ফাইল যেমন – ছবি , গান ইত্যাদি রেখে বাকি সব কিছুই রিসেট করবে | আমি সাজেস্ট করবো আগে এই কোড টি দিয়ে আপনারা চেষ্টা করুন , তা না হলে প্রথম কোড টি ব্যাবহার করুন -
কোড টি হলো >
*#*#7780#*#*
আজকের এই পর্যন্তই , আগামী তে Android নিয়ে আরো পোস্ট নিয়ে আসছি , অপেক্ষায় থাকুন | খোদা হাফেজ |

Windows 8 এর আর কিছু টিপস

১।উইন্ডোজ আটে শাটডাউন সহজে
উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে এ পুরোনো প্রায় সব শর্টকাট পদ্ধতিই ব্যবহার করা যায়। তাই কম্পিউটার বন্ধ করতে পুরোনো পদ্ধতি অবলম্বন করে করা যাবে। এ জন্য ডেস্কটপের ফাঁকা স্থানে রাইট ক্লিক করে New>Shortcut নির্বাচন করে Location ঘরে shutdown.exe -s -t 00 লিখলে কম্পিউটার বন্ধ হবে এবং shutdown.exe -h -t 00 লিখে নেক্সট চেপে পরের ঘরে যথাক্রমে Shutdown এবং Hibernate লিখে Finish বোতাম চাপলে সেটি বন্ধ এবং হাইবারনেট মুডে চলে যাবে। হাইবারনেট কম্পিউটারের জন্য বিদ্যুৎসাশ্রয়ী সুবিধা, যেটি মাইক্রোসফট অপারেটিং সিস্টেমে বহুল ব্যবহূত।
২।উইন্ডোজ ৮-এর টাস্ক ম্যানেজারের ব্যবহার
উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে কাজ করছেন কিন্তু এর কর্মক্ষমতায় (পারফরম্যান্স) তুষ্ট হতে পারছেন না? অনেক সময় কাজ করলেও সেটির ফল পেতে একটু সময় বেশি লাগলে উইন্ডোজ টাস্ক ম্যানেজার আপনাকে কিছু সমাধান দেবে, যেটিতে আপনি তুষ্ট না হলেও আফসোস কিন্তু কমবে। এ জন্য Ctrl+Shift+Esc কি গুলো একসঙ্গে চেপে দেখে নিতে পারেন কোন প্রসেস কী রকম সময় নিয়ে কাজ করছে। যেকোনো একটিতে মাউসের রাইট বোতাম চেপে More Details এ ক্লিক করলে কম্পিউটারে প্রসেসের সিপিইউ টাইম, র‌্যাম, হার্ডড্রাইভ এবং নেটওয়ার্ক ব্যান্ডউইথ দেখাবে। আগের সব উইন্ডোজের টাস্ক ম্যানেজারের থেকে এখানে আরও গভীরভাবে ডাটা প্রসেসের সবকিছু বিস্তারিত দেখতে পারবেন। Performance ট্যাবে ক্লিক করলে কয়েক মুহূর্ত আগের ব্যবহূত যন্ত্রাংশের (হার্ডওয়্যার) কর্মক্ষমতা একটি চিত্রের মাধ্যমে উপস্থাপন করে দেখতে পারবেন। কী কী অ্যাপস চালিত হয়েছে তার বিস্তারিত ইতিহাস এখানে পর্যালোচনা করা যাবে। আর বুট সময় ধীরগতির হলে নতুন Startup ট্যাবে গিয়ে দেখতে পারবেন কোন কোন অ্যাপস কম্পিউটার চালুর সময় লোড হচ্ছে। প্রয়োজনে অব্যবহূত অ্যাপস অচল (ডিসেবল) করে দেওয়া যাবে। Startup impact থেকে দেখে নিতে পারবেন কোনটির প্রভাবে কম্পিউটারের গতি কমে যাচ্ছে। যেটি দরকার নেই সেটিতে মাউসের রাইট বোতাম চেপে Disable করে দিন। উইন্ডোজ ৮-এর এমন টাস্ক ম্যানেজার পছন্দ না হলে Win + R কি একসঙ্গে চেপে রান চালু করে সেখানে TaskMGR লিখে এন্টার করলে উইন্ডোজ ৭-এর স্টাইলের টাস্ক ম্যানেজার চলে আসবে।
৩।অ্যাপস চালু না হলে
উইন্ডোজ আটের কোনো অ্যাপে ক্লিক করছেন অথচ কিছুই ঘটছে না, তাহলে বুঝে নিতে হবে যে পর্দার রেজল্যুশনের কমবেশির কারণে তা প্রদর্শিত হচ্ছে না। বিশেষ করে উইন্ডোজ আটের অ্যাপস বর্তমানে ১০২৪ x ৭৬৮ পিক্সেল রেজ্যুলেশনের কম সমর্থন করে না। তাই অ্যাপস যাতে দেখা যায়, সে জন্য ডেক্সটপে ডান বোতাম চেপে Screen Resolution নির্বাচন করে সেটি খুলে ১০২৪ x ৭৬৮ বা ১৩৬৬ x ৭৬৮ নির্ধারণ করে দিতে হবে। এতে সমাধান না পেলে কম্পিউটারের গ্রাফিকস কার্ডের ড্রাইভারটি হালনাগাদ (আপডেট) করে নিতে হবে।
৪।স্টোর সমস্যা
উইন্ডোজ আটের জন্য অ্যাপস নামিয়ে নেওয়ার অন্যতম সুবিধা রয়েছে মাইক্রোসফট স্টোরে। এখান থেকে যেকোনো অ্যাপ ইনস্টল বা হালনাগাদ করে নেওয়া যায় কয়েক মুহূর্তেই। কিন্তু আপনার কম্পিউটারে যদি সেটি তাড়াতাড়ি সম্পন্ন না হয়, তাহলে বুঝে নিতে হবে যে এটি স্টোর করাপ্ট হওয়ার কারণে হচ্ছে না।
মাইক্রোসফট এমন সমস্যায় সমাধান দিয়ে থাকে ছোট্ট একটি কায়দার মাধ্যমে। এ জন্য Win + R একসঙ্গে চেপে রান চালু করুন। এখানে wsreset লিখে এন্টার চাপুন। তাহলে স্টোর ক্যাশ দূর হয়ে অ্যাপস ইনস্টল ও আপডেট সমস্যার সমাধান হবে।
যদি উইন্ডোজ হালনাগাদে কোনো সমস্যা হয় বা অ্যাপস চলতে সমস্যা করে, তবে Win + W একসঙ্গে চেপে এখানে trouble লিখুন। এবার Troubleshooting খুঁজে নিয়ে তাতে ক্লিক করুন। এবার এখানের Fix problems with Windows update-এ ক্লিক করলে কী ধরনের সমস্যা হয়েছে, সটি খুঁজে নিয়ে তার সমাধান আনা যাবে

মিনি গেমস জোনঃ (১) “Desert Hawk” বিমান যুদ্ধের চরম এক গেমস, যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ।।

গেমসের বিবরনঃ এটি একটি শুটিং গেমস। অনেক উত্তেজনার ভরপুর সম্পূর্ন গেমস টি। ধাপ বাই ধাপ খেলে আপনাকে লেভেল গুলা পার করতে পারবে। এখানে আপনাকে লেভেল গুলো পূর্ন করে নতুন নতুন হেলিকপ্তার গুলো আনলক করতে হবে। পথিমধ্যে অনেক শত্রুর মোকাবেলা করতে হবে আপনাকে, আপনার জন্য অনেক গুলি, রকেট, মিসাইল এবং নানা প্রকার বোমা অপেক্ষা করছে মিশন এর পথে পথে। মোট ১৮ মিশন আছে গেমসটিতে। আর আপনার জন্য অনেক লাইফ ও থাকবে পথিমধ্যে। আমি গেমস টি কয়েকবার গেম ওভার করেছি। তাই আশা করি আপনি ও পারবেন। যদি গেমস টি খেলে মনে হয় আপনার মেগাবাইট গুলা জলে গেছে তবে আমার বইলেন আমি ফেরত দিব আর যদি দেখেন আপনার কাজে এসেছে তবে আমার কষ্ট সার্থক।
ছবিঃ
a
Download

ডাউনলোড করুন Google Chrome 31 (লেটেস্ট)

new new new new new new new new new new new new new new new new new new new newnew
আসসালামু আলাইকুম,Capture3
আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে রইল প্রীতি ও শুভেচ্ছা।সবাই আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ্‌র রহমতে ভালোই আছি। আজকে আপনাদের কাছে নিয়ে এলাম google chrome এর latest ভার্সন। সম্প্রতিক এই রিলিজ হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। google chrome সম্পর্কে আপনাদের কিছু বলার নেই কারন এটা সম্পর্কে সবাই কম বেশি জানেন । পুরা পৃথিবীতে মজিলা আর chrome রাজত্ব করছে । কিছু ইনফর্মেশন দিলাম ।একনজরে ইনফর্মেশন গুলো দেখে নিতে পারেন ।আকার-আকৃতি, যা যা প্রয়োজন ইত্যাদি ।
Title: Google Chrome 31.0.1612.2 Dev
Filename: 31.0.1612.2_chrome_installer.exe
File size: 33.20MB (34,814,304 bytes)
Requirements: Windows XP / Vista / Windows7 / XP64 / Vista64 / Windows7 64 / Windows8 / Windows8 64
Languages: Multiple languages
License: Open Source
Date added: August 29, 2013
Author: Google
http://www.google.com
Homepage: http://www.google.com/chrome
তাইলে তাড়াতাড়ি ডাউনলোড করুন। এইটা মাত্র ৩৩ মেগাবাইট। নিচ থেকে সরাসরি ডাউনলোড করুন।
Download

উইন্ডোজ ৮ বা ৮.১ এ ডট নেটফ্রেমওয়ার্ক ইন্সটল করুন খুব সহজে

আ
আসসালামুয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভালো আছেন । আমি অনেক ভালো আছি । আজকে যেই বিষয় নিয়ে লিখছি তা অত্যন্ত জরুরি ব্যাপার। আমরা অনেকেই উইন্ডোজ ৮.১ ইন্সটল করেছি কিন্তু কেন জানি উইন্ডোজ ৮ এর মত নেটফ্রেমওয়ার্ক ইন্সটল করা যায় না , এর ফলে আমাদের অনেক প্রোগ্রাম কাজ করে না , এটা তারাতারি সমাধান না করলে উইন্ডোজ অনলাইন এ এলেই ৩০০ এম্বি সহজেই খেয়ে ফেলে এটি ডাউনলোড করে । তাই আজকে এই মহা সমস্যার সমাধান দিলাম আমি । এই পদ্দতি উইন্ডোজ ৮ এও চলবে । তবে এর জন্য আপনার চাই উইন্ডোজ ৮ বা উইন্ডোজ ৮.১ এর ডিভিডি । তাই নিচের লিঙ্ক থেকে ফাইল টি আপনার দরকার মত ডাউনলোড করে নিন , ইন্সটল করা খুব সহজ তাই আর বেশি কিছু লিখলাম না।
Download করুন
৬৪ বিটঃ
http://d-h.st/2Bu
৩২ বিটঃ
http://d-h.st/P7d

No comments:

Post a Comment